ISF: হাওড়ায় দুর্ঘটনার কবলে নৌশাদ সিদ্দিকির গাড়ি
বিধানসভায় আসার পথে হাওড়ায় (Howrah) দুর্ঘটনার (Accident) কবলে পড়ল নৌশাদ সিদ্দিকির গাড়ি (Nawsad Siddique)। আইএসএফ বিধায়কের (ISF MLA) দাবি, সাঁতরাগাছির গরফায় কোনা এক্সপ্রেসওয়ের ওপর আচমকাই ব্রেক কষে একটি গাড়ি। ভাঙড়ের আইএসএফ বিধায়কের গাড়ি ওই গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। দুমড়ে-মুচড়ে যায় নৌশাদ সিদ্দিকির গাড়ির সামনের অংশ। যদিও আইএসএফ বিধায়কের আঘাত লাগেনি। ওই রাস্তায় সিগনাল না থাকায়, দুর্ঘটনা বলে দাবি করেছেন নৌশাদ।