Kunal Ghosh: নৌশাদ সিদ্দিকির চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা তোপ কুণাল ঘোষের | ABP Ananda Live
Kunal Ghosh: দলবদলের প্রস্তাব নিয়ে তুঙ্গে উঠেছে তরজা। আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি দাবি করেছেন তাঁকে ভয় দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে দলে নেওয়ার চেষ্টা করেছে তৃণমূল। তা নিয়ে কুণাল ঘোষকেও একহাত নিয়েছিলেন তিনি। তারই পাল্টা এবার মুখ খুললেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। 'নৌশাদকে তৃণমূলে টানতে আমি কোনও প্রস্তাব দিইনি। আমি যদি ওকে তৃণমূলে টানতে নেমে থাকি, তাহলে ওকে তৃণমূলে আসতে হবেই। যে নাটকই করুক না কেন, আমি নামলে কাল না হয় পরশু তৃণমূলে ওকে আসতে হবেই। কুণাল ঘোষের অপারেশন ফেল করে না।'নৌশাদ সিদ্দিকির চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা তোপ কুণাল ঘোষের । নৌশাদ বলেছিলেন তিনি মুখ খুললে কুণাল ঘোষের চাকরি থাকবে না। এদিন তার পাল্টা হিসেবে কুণালের দাবি, 'আমার চাকরি নিয়ে নৌশাদকে চিন্তা করতে হবে না। নৌশাদের যা যা মনে আছে, কল রেকর্ড আছে, দেখিয়ে দিন।'