Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডে ইডি আধিকারিকের বয়ান রেকর্ড করল ন্যাজাট থানার পুলিশ
সন্দেশখালিকাণ্ডে ইডি আধিকারিকের বয়ান রেকর্ড করল ন্যাজাট থানার পুলিশ। তদন্তকারী দলের উপর হামলার ঘটনায় ডিজিপি ও এসপি-র কাছে অভিযোগ জানিয়েছিলেন ইডির ডেপুটি ডিরেক্টর। সেই অভিযোগের ভিত্তিতেই সিজিও কমপ্লেক্সে এসে ইডি আধিকারিকের বয়ান রেকর্ড করে পুলিশ। ভিডিয়োগ্রাফি করা হয়েছে বয়ান রেকর্ডের গোটা প্রক্রিয়া। বনগাঁয় শঙ্কর আঢ্যর গ্রেফতারি ঘিরে ইডির উপর হামলার ঘটনাতেও বয়ান রেকর্ডের জন্য নোটিস পুলিশের।