NEET Scam: NEET প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে ফের পথে SFI, কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ।

Continues below advertisement

SFI Protest: NEET প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে ফের পথে SFI,  কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ। কৃষ্ণকুমার কল্যাণীকে (Krishnakumar Kalyani) মানুষ লোকসভা ভোটে প্রত্যাখ্যান করেছে। ২০২১ সালে মানুষ বিজেপিকে (BJP) জিতিয়েছিল, আপনাকে জেতায়নি। কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস (Biswajit Das), মুকুটমণি অধিকারীকে (Mukutmani Adhikary) মানুষ হারিয়েছে। এদের দলবদল মানুষ গ্রহণ করেনি। বাংলায় ২২ আসন পেলে খুশি হতাম, ১২-তে আটকে গেছি। বাংলায় গণতান্ত্রিক ভাবে ভোট হয়নি। তবে ২০২১-এর তুলনায় লোকসভায় ভোট বেড়েছে। ডায়মন্ড হারবারে ভাইপো ১০ লক্ষ ছাপ্পা মেরে ৭ লক্ষ ভোটে জিতেছে। কেশপুরে দেড় লক্ষ ছাপ্পা মেরে বিজেপিকে হারানো হয়েছে। এবারে ৯২টি বিধানসভায় এগিয়ে রয়েছে বিজেপি। লড়াই থেমে থাকবে না, লড়াই চলবে, রায়গঞ্জের বিধানসভা উপনির্বাচনের প্রচারসভায় গিয়ে মন্তব্য বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram