NEET Controversy: হাতিয়ার নিট, কলকাতায় বিক্ষোভ তৃণমূলের ছাত্র সংগঠনের। ABP Ananda Live

UGC Net: NEET ও NET কেলেঙ্কারি(NEET NET Scam) নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস(Congress Protest)। এই মুহূর্তে রাজভবনের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ NEET ও NET কেলঙ্কারির অভিযোগে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করেছেন তারা। হাতিয়ার নিট, কলকাতায় বিক্ষোভ তৃণমূলের ছাত্র সংগঠনের। NET-এর প্রশ্ন ফাঁস প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মুখে শোনা গেছে টেলিগ্রাম অ্য়াপ এবং ডার্ক ওয়েবের কথা। অপরাধ সংগঠিত করার জন্য় কেন মাফিয়ার অস্ত্র এই টেলিগ্রাম অ্য়াপ? কেন ডার্ক ওয়েব হয়ে উঠেছে অপরাধ জগতের অংশ? শুনে নেব, কী বলছেন বিশেষজ্ঞরা। নিটের মতোই লক্ষ লক্ষ টাকায় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে বিক্রি ইউজিসি-নেটের প্রশ্নও! পরীক্ষার আগের রাতে বাড়িতে বসেই প্রশ্ন পেয়ে গিয়েছিলেন একাংশ। তদন্তে চাঞ্চল্যকর তথ্য। পড়ুয়া অনুরাগের পর পরীক্ষার্থীর বাবা অখিলেশ। নিটের প্রশ্ন ও উত্তরপত্র পেতে অভিযুক্ত সিকন্দরের সঙ্গে ৪০ লক্ষ টাকায় ডিল। জেরায় স্বীকার নিট পরীক্ষার্থীর বাবার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola