Neet Exam: পরীক্ষার্থী পিছু নেওয়া হয়েছিল ৩০-৩২ লক্ষ টাকা ! চাঞ্চল্যকর স্বীকারোক্তি অমিত আনন্দর | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: নিট-দুর্নীতিতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি এগজাম-মাফিয়া অমিত আনন্দর। তাঁর দাবি, পরীক্ষার একদিন আগেই ফাঁস হয়েছিল প্রশ্ন (NEET Paper Leak)। পরীক্ষার্থী পিছু নেওয়া হয়েছিল ৩০-৩২ লক্ষ টাকা। ইতিমধ্যেই, অমিত আনন্দর ফ্ল্যাট থেকে নিট-এর প্রশ্ন ও উত্তরপত্র পোড়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

এক্সাম-মাফিয়া অমিত আনন্দর স্বীকারোক্তি, অভিন্ন মেডিক্যাল প্রবেশিকার প্রশ্ন ফাঁস হয়েছিল পরীক্ষার একদিন আগেই। এই দুর্নীতিতে পরীক্ষার্থী পিছু নেওয়া হয়েছিল ৩০-৩২ লক্ষ টাকা। NEET-দুর্নীতির মাস্টারমাইন্ড অমিত আনন্দ স্বীকার করেছেন, তিনি আগেও প্রশ্ন-ফাঁসের মতো অপরাধ করেছেন। তাঁর ফ্ল্যাট থেকে NEET-এর প্রশ্ন ও উত্তরপত্র পোড়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। NEET-দুর্নীতির মাস্টারমাইন্ড অমিত আনন্দর দাবি, ব্যক্তিগত কাজে বিহারের দানাপুর পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার সিকন্দরের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন। সিকন্দরকে বলেন, তিনি যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস করে পরীক্ষার্থীদের সাহায্য় করেন। সেই মতো সিকন্দর NEET-এর আগের দিন অর্থাৎ ৪ মে, অমিতের কাছে চার পরীক্ষার্থীকে নিয়ে আসেন। ওই পরীক্ষার্থীদের উত্তর মুখস্থ করানো হয়। সিকন্দরের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ NEET-দুর্নীতির মাস্টারমাইন্ড অমিত আনন্দকে গ্রেফতার করে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola