Netajinagar News: নেতাজিনগরে চাঞ্চল্য, বৃদ্ধের দেহ উদ্ধার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: নেতাজিনগরে চাঞ্চল্য, একাকী থাকা বৃদ্ধের দেহ উদ্ধার । চারতলা বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধ । ছেলে-মেয়েরা বিদেশে থাকার ফলে কেউ থাকতেন না বৃ্দ্ধের সঙ্গে । কয়েক কোটি টাকা সম্পত্তির মালিক হওয়ায়, বৃদ্ধের রহস্যজনক মৃত্যু ঘিরে সন্দেহ
আরও খবর...
ডোমকলে পরিযায়ী শ্রমিকদের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি । কেরল ফেরত দুই গোষ্ঠীর বিবাদে বোমাবাজি। ২১ নম্বর ওয়ার্ডের অম্বরপুর পশ্চিমপাড়ায় উত্তেজনা । বোমার আঘাতে এক মহিলা আহত । ২ অভিযুক্তকে গ্রেফতার পুলিশের । পুরনো শত্রুতার জেরে গন্ডগোল, অনুমান পুলিশের ।
অনুব্রত মণ্ডলের কুকথার প্রতিবাদে আজ রাস্তায় নামছে বিজেপি। বোলপুর ট্যুরিস্ট লজ মোড় থেকে বিকেলে শুরু হবে 'নারী সম্মান যাত্রা'। নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। অনুব্রত মণ্ডলের বাড়ির কাছে, তাঁর বিরুদ্ধেই কর্মসূচি ঘিরে এখন সাজো সাজো রব বিজেপি শিবিরে।