Corona Virus: কলকাতায় নতুন করে করোনা সংক্রমণ,আক্রান্ত ৫ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: কলকাতায় নতুন করে করোনা সংক্রমণ,আক্রান্ত ৫ । মার্চ মাস থেকে মহারাষ্ট্রে শুরু হয়েছে নতুন কোভিড সংক্রমণ । কলকাতাতেও ৭ দিনে ৫ জন করোনা আক্রান্তের খবর । আক্রান্তরা সবাই অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়েছিলেন হাসপাতালে মহারাষ্ট্রে এ পর্যন্ত ৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন ।বিশ্বজুড়ে করোনার নতুন উপ প্রজাতি KP টু'এর প্রকোপ । বছরের শুরুতেও রাজ্যে করোনা ভাইরাসের চোখ রাঙানি! একসঙ্গে ৮টি জেএন ডট ওয়ান উপপ্রজাতির হদিশ মিলেছে বাংলায়! কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আওতাধীন ইনসাকগ (INSACOG) সূত্রে এই খবর মিলেছে। সম্প্রতি, রাজ্য থেকে করোনা আক্রান্তদের যে নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিকসে পাঠানো হয়েছিল, তাতে একটি ব্যাচেই একসঙ্গে ৮টি জেএন ডট ওয়ান উপপ্রজাতির উপস্থিতি মিলেছে!

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola