News Garia Incident : নিউ গড়িয়ার অভিজাত আবাসনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে !

ABP Ananda LIVE : নিউ গড়িয়ার অভিজাত আবাসনে বৃদ্ধার হাত-পা বাঁধা দেহ উদ্ধার। হাত পা বাঁধা অবস্থায় ঘরের খাটের তলা থেকে গৃহকর্তা উদ্ধার। ঘটনাস্থলে পঞ্চসায়র থানার পুলিশ। থানা থেকে ৫০০ মিটার দূরে ঘটেছে খুনের ঘটনা, এলাকায় চাঞ্চল্য।নিউ গড়িয়ার অভিজাত আবাসনে বৃদ্ধা খুনের কিনারা। গ্রেফতার সেন্টার থেকে সদ্য কাজে যোগ দেওয়া আয়া ও তার সঙ্গী। জড়িত আরও কেউ? তদন্তে পুলিশ। এই অভিজাত আবাসনের ভিতরেই উদ্ধার হয়েছে বৃদ্ধার দেহ। মৃতার নাম বিজয়া দাস। এবং তাঁর স্বামী পিকে দাস, দুই জনেই থাকতেন। অর্থাৎ এই দোতালা যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু এই বৃদ্ধ দম্পতি, তাঁরা থাকতেন। প্রতিবেশীরা জানিয়েছেন, বৃদ্ধ দম্পত্তির ছেলে-মেয়ে, তাঁরা দুই জনেই বাইরে থাকেন। মেয়ে থাকেন জার্মানিতে এবং ছেলে থাকেন মুম্বইতে। এই আবাসনে বৃদ্ধ দম্পত্তি একাই থাকতেন। আজ সাতসকালে বাড়ির পরিচারিকা এসে ডাকাডাকি করেন। পরবর্তী ক্ষেত্রে দেখা যায়, বাইরে থেকে দরজা বন্ধ রয়েছে। ভিতর থেকে নয়।  ঘরের ভিতর কোনও আলো নেই। তখন তার সন্দেহ হয়, তারপরেই তিনি দরজা খোলার পর দেখতে পান, মেঝের মধ্যে পড়ে রয়েছে বিজয়া দাস।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola