New metro route: চলতি মাসেই চালু হতে চলেছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটের মেট্রো
Continues below advertisement
চলতি মাসেই চালু হতে চলেছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটের মেট্রো (New Garia-Airport metro)। আপাতত নিউ গড়িয়া (New Garia) থেকে রুবি (Ruby) পর্যন্ত মেট্রো (metro) চলাচল করবে। আজই মিলতে চলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটির (Commission of Railway Safety) ছাড়পত্র। সম্মতিপত্র হাতে পেলে ফেব্রুয়ারি (February) মাসের মধ্যেই নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে মেট্রো চালু করার ভাবনা মেট্রো রেল কর্তৃপক্ষের।
Continues below advertisement