Kunal vs Kalyan: কুণাল ঘোষ ও কল্যাণ চৌবের বাগযুদ্ধে নতুন মোড়। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: নেপথ্যে একটি অডিও ক্লিপ। আর সেই অডিও ক্লিপ নিয়েই মঙ্গলবার থেকে শুরু হয়েছে কুণাল ঘোষ ও কল্যাণ চৌবের বাগযুদ্ধ। বুধবার সেই বাগযুদ্ধেই যোগ হল নতুন মাত্রা। নতুন করে একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ করলেন কল্যাণ চৌবে ও কুণাল ঘোষ।

মঙ্গলবার থেকে শুরু হওয়া বাগযুদ্ধ অব্য়াহত বুধবারও। মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগেরদিন, একটি অডিও ক্লিপ প্রকাশ করে, বিজেপি প্রার্থী কল্য়াণ চৌবের বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ তোলেন কুণাল ঘোষ। মঙ্গলবার কুণাল ঘোষ অভিযোগ করেন, তাঁকে পদের টোপ দিয়েছিলেন কল্যাণ চৌবে। আর বুধবার কুণাল ঘোষের বিরুদ্ধেই পদ চাওয়ার পাল্টা অভিযোগ তুললেন তিনি। বিজেপিতে আসতে চেয়েছিলেন কুণাল: কল্যাণ চৌবে। তৃণমূলে যোগের ইচ্ছা কল্যাণের: কুণাল ঘোষ। মানিকতলায় উপনির্বাচন শেষ। কিনতু, কুণাল ঘোষ এবং কল্য়াণ চৌবের অভিযোগ, পাল্টা অভিযোগের পালা চলছেই।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram