New Year: চব্বিশের শেষ পঁচিশের শুরু। বিশ্বজুড়ে বর্ষবরণ। আতসবাজিতে নতুন বছরকে স্বাগত

Continues below advertisement

ABP Ananda Live: চব্বিশের শেষ পঁচিশের শুরু। বিশ্বজুড়ে বর্ষবরণ। আতসবাজিতে নতুন বছরকে স্বাগত।  কলকাতা থেকে জেলা। আনন্দে মাতোয়ারা বাংলা। দেশজুড়ে উৎসবের আনন্দ।নাচ-গান-হুল্লোড়ে বর্ষবরণ। মা-মাটি-মানুষ নিয়ে বাংলা আছে ভাল, বার্তা মমতার। মমতার পরে বছরের শেষ দিনে সন্দেশখালিতে শুভেনদু। দিলেন পাল্টা জবাব। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সন্দেশখালিতে কমিশন, হুঁশিয়ারি বিরোঝী দলনেতার। সন্দেশখালির মানুষকে ভুল বুঝিয়ে স্টিং অপারেশন। মমতার ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি শুভেনদুর। স্টিং অপারেশনে বিজেপির মিথ্যাচার প্রমাণিত, জবাব কুণালের। কেন্দ্রের ঋণের টাকায় বাংলার আবাসের টাকা, মমতাকে আক্রমণে শুভেনদুর। উনি বিরোধী নেত্রী নাকি ৬ মাসের মুখ্যমন্ত্রী! কটাক্ষ বিরোধী দলনেতার। পাল্টা নিশানা তৃণমূলের। ত্রাসের দেশ বাংলাদেশে হিন্দু হলে সরকারি চাকরিতেও বাদ! সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করেও বেছে বেছে হিন্দুদের উপর কোপ! ৩ মাসেই বদলে গেল গেজেট! হিন্দু হওয়ার শাস্তি! 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram