Cancer Awareness:দশম ক্য়ান্সার সার্ভাইভারস কনফারেন্সের আয়োজন করল স্বেচ্ছাসেবী সংগঠন দিশা।ABP Ananda LIVE
দশম ক্য়ান্সার সার্ভাইভারস কনফারেন্সের আয়োজন করল স্বেচ্ছাসেবী সংগঠন দিশা। কনফারেন্সে হাজির হয়ে নিজেদের অভিজ্ঞতা শোনালেন সেরে ওঠা রোগীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্য়ান্সার, স্ত্রী রোগ ও শিশুরোগ বিশেষজ্ঞরা। টেলি কনফারেন্সে যোগ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্য়ান্সার প্রতিরোধ ও গবেষণা বিভাগের প্রধান।
Tags :
Cancer Awareness Health News NGO Arranges Cancer Survivors Conference Deesha Arranges Cancer Survivors Conference