Letter to Commissioner: মানবাধিকার কর্মীদের হেনস্থা ও গ্রেফতারির অভিযোগ, পুলিশ কমিশনারকে 'হুঁশিয়ারি'
কলকাতা (Kolkata) পুলিশ (Police) কমিশনারকে (Commisioner) চিঠি (Letter) পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission)। আমহার্স্ট স্ট্রিটে (Amherst street) মানবাধিকার কর্মীদের হেনস্থা ও গ্রেফতারির (Arrest) অভিযোগ (Complain) ঘিরে প্রশ্ন (Question) এনএইচআরসি-র (Nhrc)। ২৯ সেপ্টেম্বর (29th september) ও ১৩ অক্টোবর (13th october) মানবাধিকার কর্মীদের (Human rights workers) হেনস্থা (Harassment) ও গ্রেফতারির অভিযোগ ওঠে। রিপোর্ট (Report) কেন দেওয়া হল না? প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশনের। রিপোর্ট না পাঠালে তলব (Summons), পুলিশ কমিশনারকে হুঁশিয়ারি দিল এনএইচআরসি।