NHRC Report: ‘পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই, আছে শাসকের আইন’, কড়া রিপোর্ট জাতীয় মানবাধিকার কমিশনের

Continues below advertisement

পাঁচদিনের সফরে ২৫ জুলাই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিল্লি সফরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। একান্তে বৈঠক হতে পারে বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতানেত্রীদের সঙ্গে।

এদিকে, শিশির অধিকারী (Sisir Adhikari), সুনীল মণ্ডলকে (Sunil Mondal) লোকসভার সচিবালয়ের চিঠি। দলত্যাগ-বিরোধী আইনে (Anti-Defection Law) সাংসদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নয়? ১৫দিনের মধ্যে শিশির অধিকারী, সুনীল মণ্ডলের জবাব চেয়ে সচিবালয়ের চিঠি। সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেয় তৃণমূল। তৃণমূলের জোড়া চিঠির প্রেক্ষিতে শিশির অধিকারী এবং সুনীল মণ্ডলকে চিঠি দিল সচিবালয়। এই প্রসঙ্গে শিশির ও সুনীলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) তালিকা হাইকোর্টে। পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই, আছে শাসকের আইন। ভোট পরবর্তী অশান্তির অভিযোগে হাইকোর্টে রিপোর্ট দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন উধৃত করে রাজ্য সরকার, পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করা হয়েছে এই রিপোর্টে।

মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূলেরই (TMC) নেতা। পাকড়াও আরও এক তৃণমূল কর্মী। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। আজ ঘটনার পুনর্নির্মাণ করা হয়। নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। যে দলেরই হোক শাস্তি হবেই, দাবি অনুব্রত মণ্ডলের।

মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে এক ব্যক্তিকে গুলি করে খুনের অভিযোগ উঠল তৃণমূল নেত্রীর ছেলে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। পুলিশ ৬ জনকে আটক করলেও পলাতক মূল অভিযুক্ত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram