Bhupatinagra Incident: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে পুলিশের চার্জশিটে বিস্ফোরণের সময় হেরফের, দাবি NIA-র
Continues below advertisement
ABP Ananda LIVE: মৃত্যুর পরেও ফোন!! ভূপতিনগরে বিস্ফোরণ (bhupatinagarincident)ঘটেছিল রাত দশটা নাগাদ। কিন্তু, পুলিশের চার্জশিটে (police chargesheet)উল্লেখ রাত সাড়়ে আটটা। এইভাবেই বিস্ফোরণের সময় হেরফের করার কথা আদালতে NIA জানিয়েছে বলে সূত্রের দাবি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, পুলিশ চার্জশিটে বিস্ফোরণের যে সময় উল্লেখ করেছে, তার পরও দু-জনের মধ্যে ফোনে কথা হয়েছিল, যাদের মৃত্যু হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Continues below advertisement