NIA Attacked: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে এলাকায় গিয়ে হামলার মুখে NIA আধিকারিকরা | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda live: সন্দেশখালির পর ভূপতিনগর। ED-র পর NIA। তিনমাসের মাথায় ফের রাজ্যে হামলার মুখে কেন্দ্রীয় এজেন্সি। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ-মামলার তদন্তে দুই তৃণমূল কর্মীকে আটক করে নিয়ে আসার সময় NIA-র গাড়িতে হামলা। ইট,পাথর বৃষ্টি, ভাঙা হল পুলিশের স্টিকার লাগানো গাড়ির কাচ। মাথা ফাটল NIA আধিকারিকের। NIA-র দাবি, ভূপতিনগর বিস্ফোরণ-মামলার তদন্তে দুই সন্দেহভাজন বলাইচরণ মাইতি ও মনোব্রত জানাকে আটক করে নিয়ে আসার সময়, তাদের গাড়িতে হামলা হয়। কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলে ইট, পাথরবৃষ্টি। ভেঙে দেওয়া হয় NIA-র গাড়ির কাচ
Continues below advertisement