SSC: নিয়োগ-দুর্নীতিকাণ্ডে ২০১৮-য় SSC কর্তাদের সঙ্গে মনোমালিন্যের জেরে এর আগেও গ্রেফতার হন নীলাদ্রি

Continues below advertisement

SSC: SSC কর্তাদের সঙ্গে মনোমালিন্যের জেরেই এর আগে গ্রেফতার হন নীলাদ্রি দাস (Niladri Das)। নিয়োগ-দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) এবার প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, SSC কর্তাদের মনোনীত চাকরিপ্রার্থী ছাড়াও নিজস্ব প্রার্থীদের নামও তালিকায় ঢোকাতে শুরু করেন নীলাদ্রি। বিষয়টি ২০১৮-য় SSC কর্তাদের নজরে আসে। এক কথায় চোরের ওপর বাটপাড়ি। ফলে তারপর নীলাদ্রির সুপারিশে সেবার কারও চাকরি হয়নি। চাকরি না পাওয়ায় যাঁরা নীলাদ্রির টিমকে টাকা দিয়েছিলেন, তাঁরা অভিযোগ করেন। তার প্রেক্ষিতে তদন্তে নামে সিআইডি (CID)। নীলাদ্রির টিমের একাধিক সদস্য গ্রেফতার হন। সূত্রের খবর, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় জাল বিছিয়েছিল নীলাদ্রির টিম। চাকরি-বিক্রি চক্রের ওই সদস্যরা গ্রেফতার হওয়ার পর, নীলাদ্রির নাম সামনে আসে। তারপরই নীলাদ্রিকে গ্রেফতার করে সিআইডি। একমাসের মধ্যে হাইকোর্ট থেকে জামিন পান OMR শিট মূল্যায়নকারী সংস্থা, নাইসা-র ভাইস প্রেসিডেন্ট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram