Nipah Virus: রাজ্যে ফিরল নিপা ভাইরাসের আতঙ্ক! আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি ২ নার্স

Continues below advertisement

ABP Ananda LIVE : নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি ২ নার্স। বারাসাতের বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে ২ নার্স। অসুস্থ এক নার্সের বাড়ি নদিয়া, আরেকজনের বাড়ি কাটোয়ায়। কল্যাণী এইমসে নমুনা পরীক্ষা, নিপা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ। ব্রেন স্ক্যানের নমুনা দেখে নিপা ভাইরাস বলে সন্দেহ চিকিৎসকদের। নিপা আক্রান্ত কিনা, নিশ্চিত হতে নমুনা পাঠানো হল পুণের ল্যাবে।

নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি ২ নার্স। বারাসাতের বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে ২ নার্স। অসুস্থ এক নার্সের বাড়ি নদিয়া, আরেকজনের বাড়ি কাটোয়ায়। কল্যাণী এইমসে নমুনা পরীক্ষা, নিপা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ। ব্রেন স্ক্যানের নমুনা দেখে নিপা ভাইরাস বলে সন্দেহ চিকিৎসকদের। নিপা আক্রান্ত কিনা, নিশ্চিত হতে নমুনা পাঠানো হল পুণের ল্যাবে। সম্প্রতি কাদের কাদের সংস্পর্শে এসেছিলেন অসুস্থ ২ নার্স? অসুস্থ ২ নার্স নিয়ে তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য দফতর: সূত্র। কাটোয়ার বাড়িতে গিয়ে অসুস্থ, অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল। বর্ধমান মেডিক্যাল থেকে অসুস্থ নার্সকে আনা হল বারাসাতের হাসপাতালে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola