Nirapada Sardar: শেখ শাহজাহান মামলায় ফের চাঞ্চল্যকর দাবি নিরাপদ সর্দারের। ABP Ananda Live
West Bengal News: 'ইডির (ED) ওপর হামলার সময় বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান (Seikh Sahjahan)', 'ফোন করে দুষ্কৃতীদের ডেকে হামলা চালানো হয় ইডির ওপর', বসিরহাট কোর্টে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের , '৫ জানুয়ারি বাড়ির সামনে ইডি অফিসারদের দেখেই ফোন করে দুষ্কৃতীদের ডাকে শেখ শাহজাহান', 'হামলার দিন জিয়াউদ্দিন ও দিদার বক্সের সঙ্গে শেখ শাহজাহানের ফোনে কথা' , 'বাড়ির ভিতর থেকে একাধিকবার ফোন করে দুষ্কৃতীদের ডাকে শেখ শাহজাহান', বসিরহাট কোর্টে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের , সন্দেশখালিকাণ্ডে এই প্রথম ৩ জনের গোপন জবানবন্দি নিতে চায় সিবিআই, প্রভাবশালী তত্ত্বে ধৃতদের জামিনের বিরোধিতা সিবিআইয়ের, শেখ শাহজাহান-সহ ৮ অভিযুক্তের জামিনের আর্জি খারিজ। ৮ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে শেখ শাহজাহান-সহ ৮ অভিযুক্ত, 'অভিযানের সময় ৩ মিনিটে ২৮ বার শেখ শাহজাহানকে ফোন', একবারও ফোন ধরেননি সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড, দাবি ইডির , হামলার পরেই উধাও, ৫৬ দিনের মাথায় মিনাখাঁ থেকে গ্রেফতার শাহজাহান। ABP Ananda Live