Nirendranath Chakraborty: কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন।

ABP Ananda Live: কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ বাংলা অ্য়াকাডেমির সভাঘরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য়িক শীর্ষেন্দু মুখোপাধ্য়ায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মেয়ে, জামাতা-সহ একাধিক বিশিষ্ট মানুষ। কবির জন্ম শতবর্ষপূর্তি উপলক্ষে শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বইটি প্রকাশ করা হয়। 

আরও খবর, শর্ত' বেঁধে জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাক সরকারের। 'অনশন প্রত্যাহার করে আলোচনায় বসতে হবে'। অনশন প্রত্যাহার করে সোমবার নবান্ন সভাঘরে বৈঠকের 'শর্ত'। 'সোমবার বিকেল ৫টায় বৈঠক, আসতে হবে বিকেল সাড়ে ৪টায়'। 'বৈঠক হবে ৪৫ মিনিটের, ১০ জন জুনিয়র ডাক্তার যোগ দিতে পারবেন'। কতক্ষণের বৈঠক, তাও নির্দিষ্ট করে জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথার পরে অনশনকারীদের কড়া বার্তা সরকারের। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola