Nirendranath Chakraborty : সাহিত্য অকাদেমিতে শুরু নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মশতবর্ষিকী আলোচনাচক্র

Continues below advertisement

ABP Ananda Live: সাহিত্য অকাদেমি প্রেক্ষাগৃহে শুরু হল ২ দিনের নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মশতবর্ষিকী আলোচনাচক্র। বিশিষ্টজনের স্মৃতিচারণায় ফিরে এলেন 'উলঙ্গ রাজা'র কবি। প্রকাশিত হল কবিকে নিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। 

তিনি 'অমলকান্তি'র কবি। তিনি ফুটিয়েছেন ‘নীরক্ত করবী’। তিনি মনে করতেন, কবিতা তাঁর মাতৃভাষা। তিনি ‘অন্ধকার বারান্দা’, থেকে ‘নক্ষত্র জয়ের জন্য’, ‘নীল নির্জন’-এ পাড়ি দিয়েছেন ২০১৮ সালে। ২০২৪ 'উলঙ্গ রাজা'র কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবর্ষ। সেই উপলক্ষ্যে সাহিত্য অকাদেমি প্রেক্ষাগৃহে শুরু হল ২ দিনের নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মশতবর্ষিকী আলোচনাচক্র। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা স্মৃতির ঝাঁপি উপুড় করলেন সেখানে।

অনুষ্ঠানে প্রকাশিত হল ‘কলকাতার যিশু’র স্রষ্টাকে নিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়ের লেখা বই - Makers of Indian Literature Nirendranath Chakravorty. শুধু স্মৃতিতে নয়, তাঁর সৃষ্টিতে চিরকাল বেঁচে থাকবেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram