BJP News: এবার বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি নিশিকান্তর! ABP Ananda Live

Nishikanta Dubey: এবার বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি নিশিকান্তর! মুর্শিদাবাদ, মালদার সঙ্গে বিহারের ৩ জেলা যুক্ত করার সওয়াল।  সাম্প্রদায়িক মন্তব্য, সর্বশক্তি দিয়ে বিরোধিতার হুঁশিয়ারি সৌগতর। বিজেপির মাথা থেকে হিন্দু রাষ্ট্রের ভূত তাড়াতে হবে, আক্রমণে বিকাশ। বন্ধ করতে হবে অনুপ্রবেশ, দাবি বিজেপির। উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব পর্ষদের অন্তর্ভুক্ত করার দাবি সুকান্তর। বাংলা ভাগের চক্রান্ত, আক্রমণে তৃণমূল।  উত্তরবঙ্গে উন্নয়ন করতে না পারলে ছেড়ে দিক রাজ্য। সুকান্তর পাশে দাঁড়িয়ে মন্তব্য জয়ন্ত রায়ের। আলাদা রাজ্যের দাবিতে অনড় বিষ্ণুপ্রসাদ। বাংলা ভাগের বিরুদ্ধ দল, মন্তব্য শমীকের। ফের অনন্তর মুখে গ্রেটার কোচবিহারের সওয়াল। ভোটে ভরাডুবির পর নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা কুণাল।  ফের শুভেন্দুর কর্মসূচিতে না পুলিশের। শেষ মুহূর্তে রামপুরহাটে গণতন্ত্র রক্ষার দাবিতে ধর্নায় অনুমতি বাতিলের অভিযোগ। আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola