Nishikanta Dubey: বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে সংসদে দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের, শুরু বিতর্ক।
BJP News: এবার বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি! 'মালদা, মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষাণগঞ্জ, আরারিয়া, কাটিহার । বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে সংসদে দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের । ৫ জেলায় জনবিন্যাস বদলের অভিযোগ এনে সওয়াল নিশিকান্ত দুবের । বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চলের সওয়াল। 'কেন্দ্র শাসিত অঞ্চল না করা হলে হিন্দুদের অস্তিত্বই থাকবে না' । জনবিন্যাস নিয়ে সংসদে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের। টাকার বিনিময়ে আদানিদের বিরুদ্ধে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংসদে প্রশ্ন তুলেছিলেন বলে এর আগে অভিযোগ করেছিলেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত। বৃহস্পতিবার সংসদে বাংলা ও বিজেপি-র পাঁচ জেলা নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি জানান তিনি। নিশিকান্ত বলেন, "আমাদের পাপুর জেলায় দাঙ্গা বেধেছিল যে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং সেখানকার লোকজন, মালদা এবং মুর্শিদাবাদ থেকে এসে আমাদের লোকজনকে তাড়িয়ে দিচ্ছে। পর পর হিন্দুদের গ্রাম খালি হয়ে যাচ্ছে।"