Nitish Kumar: ইন্ডিয়া থেকে আবার এনডিএ-তে নীতীশ কুমার? জল্পনার মধ্যেই বিহারের রাজ্যপালের বাসভবনে বিহারের মুখ্যমন্ত্রী
Continues below advertisement
ইন্ডিয়া থেকে আবার এনডিএ-তে নীতীশ কুমার? জল্পনার মধ্যেই বিহারের রাজ্যপালের বাসভবনে নীতীশ কুমার। নীতীশ কুমার রাজভবনে গেলেও, গেলেন না উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। রাজভবনে বিহারের বিরোধী দলনেতার সঙ্গে নীতীশ কুমারের আলাপচারিতা। সূত্রের খবর, বিরোধী জোট ছেড়ে আবার শাসক জোটে যেতে পারেন নীতীশ কুমার। বিহারে বিজেপির সঙ্গে সরকার গড়তে পারেন নীতীশ। নতুন সরকার গঠিত হলে, তার মুখ্যমন্ত্রী হবেন নীতীশ। নতুন সরকার গঠিত হলে, সেখানে ২ উপ মুখ্যমন্ত্রী হবেন বিজেপির।
Continues below advertisement