Jagdeep Dhankhar: 'কোনও অপমান আমাকে নিজের পথ থেকে সরাতে পারবে না', মন্তব্য ধনকড়ের

Continues below advertisement

উপরাষ্ট্রপতিকে উপহাস তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের। জগদীপ ধনকড়কে ফোন করে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডলে রাজ্যসভার চেয়ারম্যানের পোস্ট, প্রধানমন্ত্রী আমাকে ফোন করে জানিয়েছেন, গতকাল সংসদ চত্বরে কয়েকজন মাননীয় সাংসদ যেভাবে নাটকীয় আচরণ করেছেন, তাতে তিনি অত্যন্ত ব্যথিত। ২০ বছর ধরে তাঁকেও এ ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু উপরাষ্ট্রপতির সঙ্গে সংসদে এমন আচরণ দুর্ভাগ্যজনক। আমি ওঁকে বলেছি, কয়েকজনের আচরণ সংবিধানের মর্যাদা রক্ষা করা থেকে আমাকে রুখতে পারবে না। আমি মূল্যবোধের প্রতি দায়বদ্ধ। কোনও অপমান আমাকে নিজের পথ থেকে সরাতে পারবে না। এক্স হ্যান্ডেলে পোস্ট উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram