Nawsad Siddique: তৃণমূলের সঙ্গে হাত মেলালে জোট নয়, হুঁশিয়ারি নৌশাদ সিদ্দিকির
তৃণমূলের সঙ্গে হাত মেলালে জোট নয়, হুঁশিয়ারি নৌশাদ সিদ্দিকির। ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ের ইঙ্গিতের পরেই বোঝালেন নৌশাদ। 'পঞ্চায়েত ভোটে তৃণমূলের অত্যাচারের শিকার আইএসএফ। যাদের হাতেই আক্রান্ত, তাদের সঙ্গে চা খাচ্ছি, কী করে জবাব দেব! বাংলায় গণতন্ত্র বিপন্ন, তাদের সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই নয়'। তৃণমূলের সঙ্গে 'ইন্ডিয়া' জোটে হাত মেলালে সঙ্গে নয়, বার্তা নৌশাদের।