RG Kar News: সত্য়ের পথ থেকে আমাকে কেউ বিচ্যুত করতে পারবে না: সুখেন্দুশেখর রায়। ABP Ananda Live

আর জি কর-কাণ্ডে সোশাল মিডিয়ায় পোস্ট করার জেরে, তাঁর কাছে পুলিশের সমন গেছিল।মঙ্গলবার সেই পোস্ট ডিলিট করলেও, অবস্থানে অনড় তৃণমূলের রাজ্য়সভার সাংসদ সুখেনদুশেখর রায়। বললেন, অন্ধ হলে কি প্রলয় বন্ধ করা যায়? 

আরজি করকাণ্ডে মুখ খোলার জেরে একাধিকবার তলব করেছে পুলিশ।
গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন...
দলের একাংশের কটাক্ষের মুখেও পড়তে হচ্ছে...
কিন্তু তা সত্ত্বেও নিজের কড়া অবস্থান থেকে সরতে নারাজ তৃণমূলের তিনবারের রাজ্য়সভার সাংসদ সুখেনদুশেখর রায়। সোশাল মিডিয়ায় যে পোস্টের জন্য় কলকাতা পুলিশ তাঁকে তলব করে এবং তিনি হাইকোর্টের দ্বারস্থ হন সেই মামলায় মঙ্গলবার পোস্ট ডিলিট করতে রাজি হন সুখেনদুশেখর রায়।                                                       

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola