Joynagar:'মাথার উপর ছাদ নেই, জল নেই, খাবার নেই', ফের হামলার আশঙ্কা ঘরছাড়াদের | ABP Ananda LIVE

প্রথমে জয়নগরে জোড়া খুন (Joynagar Murder Case)। আর তারপর আগুনে পুড়ে খাক একের পর এক সিপিএম কর্মী-সমর্থকের বাড়ি (Joynagar Violence)। ঘরের ভিতরের যাবতীয় সামগ্রী পুড়ে ছাই। আতঙ্কে ঘর ছেড়েগিয়েছিলেন নির্যাতিতারা। ২ পার করে অবশেষে তাঁরা ঘিরে ফিরেছেন। মাথার উপর ছাদ নেই, জল নেই, খাবার নেই। কিন্তু তার থেকেও বড় আতঙ্ক রয়ে গিয়েছে মনে। কারণ পুলিশ সরলেই ফের হামলার আশঙ্কা ঘরছাড়াদের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola