Joynagar:'মাথার উপর ছাদ নেই, জল নেই, খাবার নেই', ফের হামলার আশঙ্কা ঘরছাড়াদের | ABP Ananda LIVE
প্রথমে জয়নগরে জোড়া খুন (Joynagar Murder Case)। আর তারপর আগুনে পুড়ে খাক একের পর এক সিপিএম কর্মী-সমর্থকের বাড়ি (Joynagar Violence)। ঘরের ভিতরের যাবতীয় সামগ্রী পুড়ে ছাই। আতঙ্কে ঘর ছেড়েগিয়েছিলেন নির্যাতিতারা। ২ পার করে অবশেষে তাঁরা ঘিরে ফিরেছেন। মাথার উপর ছাদ নেই, জল নেই, খাবার নেই। কিন্তু তার থেকেও বড় আতঙ্ক রয়ে গিয়েছে মনে। কারণ পুলিশ সরলেই ফের হামলার আশঙ্কা ঘরছাড়াদের।