Nojore 9 Chatjaldi: বিজেপি বিধায়কদের নোটিস মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। ABP Ananda Live
বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে, ১০ বিজেপি বিধায়ককে নোটিস মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। আগামী বৃহস্পতিবার পর্যন্ত নোটিসের উপর অন্তর্বতী স্থগিতাদেশ। পরবর্তী শুনানির আগে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। নির্দেশ হাইকোর্টের।
Tags :
Bangla News Bangla News Live West Bengal Government ABP Ananda LIVE ABP Ananda Digital Calcutta High Court ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News CALCUTTA HIGH COURT BJP MLA Notice Case