Nojore 9ta: একের পর এক বাড়িতে ফাটল, গ্রাউটিং করে সামাল দেওয়ার চেষ্টায় নির্মাণকারী সংস্থা
Continues below advertisement
কেন বারবার মেট্রোর কাজের জন্য বউবাজারে বিপর্যয়? নবান্নে বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে মুখ্যসচিব-মেয়র-পুলিশ কমিশনার।
বউবাজারে গৃহহীন বাড়ি মালিকদের ৫ লক্ষ করে ক্ষতিপূরণ দেবে কেএমআরসিএল। ভাড়াটে ও দোকানের কর্মীদের দেড় লক্ষ করে দেওয়ার সিদ্ধান্ত।
মেট্রোর সুড়ঙ্গে জল ঢোকা বন্ধ হলেও আতঙ্কে বউবাজার।
একের পর এক বাড়িতে ফাটল। গ্রাউটিং করে সামাল দেওয়ার চেষ্টায় নির্মাণকারী সংস্থা। হোটেলেই দুশ্চিন্তায় প্রহর গুনছেন বাসিন্দারা।
শিক্ষক নিয়োগে দুর্নীতিতে মানিক-ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্ট্রারের যোগ? আমর্হাস্ট্র স্ট্রিট-মহিষবাথান-বারাসাত, ৬ জায়গায় ইডির তল্লাশি।
কীভাবে ছড়িয়ে দুর্নীতির জাল? লেনদেনের খোঁজে মহিষবাথানে অফিসের শাটার ভেঙে ঢুকল ইডি। আমর্হাস্ট্র স্ট্রিটে তৃণমূল নেতার ফ্ল্যাট সিল।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE Kolkata ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Bowbazar House Crack House Crack