Mamata Banerjee : মানসিক রোগী নুর আমিন ! চলছে চিকিৎসা, দাবি নুরের আইনজীবীর
মানসিক রোগী নুর আমিন ! চিকিৎসকের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে চলছে চিকিৎসা। দাবি করলেন তাঁর আইনজীবী শেখ কিশানুর। এদিকে, কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) বাড়ির সামনে ধৃত নুর আমিনের গাড়ি থেকে আরও অস্ত্র উদ্ধার। গাড়ির ফ্লোর ম্যাটের নীচে ১৫ ইঞ্চির কুকরি উদ্ধার। উদ্ধার হয়েছে একটি বেসবল ব্যাটও। গত ৬-৭ মাস ধরে নাম ভাঁড়িয়ে পুলিশ পরিচয়ে ঘুরছিল নুর আমিন। নুরকে রাতভর জেরা করে মিলল নতুন তথ্য। জেরায় এক তরুণীরও হদিশ।