Abhishek Banerjee: ভারতে TMC ছাড়া কোনও দল BJP-র চোখে চোখ রেখে কথা বলতে পারে না: অভিষেক।Bangla News
‘যারা ভাবে এ এক নম্বর, ও ২ নম্বর, তৃণমূলে এক নম্বর মমতা, দলের কর্মীরা ২ নম্বর। কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতির কারণে বহু মানুষ কাজ হারিয়েছেন। ভারতবর্ষে ১০০টি জুটমিলের মধ্যে অধিকাংশই বাংলায়। বিজেপি বলেছিল আচ্ছে দিন আসবে, কিচ্ছু হয়নি। ভারতে তৃণমূল ছাড়া কোনও দল বিজেপির চোখে চোখ রেখে কথা বলতে পারে না’। শ্যামনগরে দলীয় সভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
Tags :
Abhishek Banerjee ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংহ Abhishek Banerjee In Shyamnagar এবিপি আনন্দ