De Ganga Bomb Incident:বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, দেগঙ্গায় জখম ১৪ বছরের কিশোর।ABP Ananda LIVE
ফরাক্কার পর দেগঙ্গা, ফের বোমা-বিদ্ধ কৈশোর। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম ১৪ বছরের কিশোর। তৃণমূলের পার্টি অফিসের পিছনে ব্যাগের মধ্যে রাখা ছিল বোমা। আরও তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার ফরাক্কায় বোমা ফেটে জখম হয় তিন শিশু