Arjun Singh: কাঁচা পাটের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে কেন্দ্র, মোদি সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ বিজেপি সাংসদ ।Bangla News
এবার মোদি সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ বিজেপি সাংসদ অর্জুন সিংহ। কাঁচা পাটের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে কেন্দ্র। অভিযোগ, এর জেরে সঙ্কট বাড়ছে বাংলার জুটমিলগুলিতে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের চালু জুটমিলের শ্রমিকরাও রীতিমতো চাপে! চোখের সামনে তাঁরা দেখতে পাচ্ছেন, বন্ধ হয়ে যাওয়া রিলায়েন্স এবং ওয়েভারলি জুটমিলের শ্রমিকদের দুর্দশা! চলছে রাজনীতি!
Tags :
Dilip Ghosh BJP Narendra Modi Central Government Piyush Goyal ??? Arjun Singh ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বিজেপি মুখ্যমন্ত্রী অর্জুন সিংহ পাটশিল্প পীযূষ গোয়েল Central Governmet