Arjun Singh: 'কেন্দ্র পদক্ষেপ না করলে রাস্তায় নেমে প্রতিবাদ', এবার বিদ্রোহী অর্জুন সিংহ।Bangla News

Continues below advertisement

এবার মোদি সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহী’  বিজেপি সাংসদ অর্জুন সিংহ। পাটশিল্পে কেন্দ্রীয় সরকারের অবস্থানের বিরুদ্ধে সরব ব্যারাকপুরের বিজেপি সাংসদ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি অর্জুন সিংহর। “পাটের দামের সর্বোচ্চ মূল্য বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের সিদ্ধান্ত পাটশিল্পের পরিপন্থী। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী বলছেন পাটের পরিবর্তে প্লাস্টিক কিনে নেব। ১৪টি জুটমিল বন্ধ হয়েছে, আরও ১০টি বন্ধ হবে। বাংলায় পাটশিল্পের সঙ্গে ২ কোটি মানুষ যুক্ত। আমি বাংলার পাটশিল্পের ধ্বংস দেখতে পারব না। প্রধানমন্ত্রীকে জানিয়েও লাভ হয়নি। কেন্দ্র পদক্ষেপ না করলে রাস্তায় নেমে প্রতিবাদ করব। দল কী বলল তাতে আমার কিছু আসে যায় না। মুখ্যমন্ত্রীর কাছেও হস্তক্ষেপের আবেদন জানাচ্ছি। যারা ভোট দিয়ে লোকসভায় পাঠিয়েছে, তাদের কথা না বললে সাংসদ থেকে কী লাভ?” মন্তব্য ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram