Sandeshkhali Violence: ফের উত্তপ্ত সন্দেশখালি, ফাল্গুনী পাত্রের নেতৃত্বে BJP-র প্রতিনিধি দল
নতুন করে আগুন জ্বলল সন্দেশখালিতে। ডিআইজি বারাসাত রেঞ্জের নেতৃত্বে রাস্তা থেকে সরানো হল গাছের গুঁড়ি, সরানো হল অবরোধ। বেড়মজুরে জারি ১৪৪ ধারা, মাইকে প্রচার পুলিশের। বেড়মজুরে ফাল্গুনী পাত্রের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দলও।
Tags :
North 24 Parganas Sandeshkhali News Sandeshkhali Chaos Sheikh Shahjahan Sandeshkhali Violence Bermajur Violence