Sukanta Majumdar: বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার | ABP Ananda LIVE
বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতকাল বসিরহাটের পর আজ টাকিতেও টানটান নাটক। সন্দেশখালিতে যেতে গেলে হোটেলেই বাধা সুকান্ত মজুমদারকে। বাধা পেয়ে ইছামতীর পাড়ে সরস্বতী পুজো সারেন বিজেপির রাজ্য সভাপতি। তারপর ফের সন্দেশখালির উদ্দেশে রওনা দিলে আবার আটকায় পুলিশ। পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। মাটি পড়ে অজ্ঞান হয়ে যান বিজেপির রাজ্য সভাপতি। নিয়ে যাওয়া হয় হাসপাতালে।