Bhatpara Bombing: কান ফাটানো শব্দে কেঁপে ওঠে গোটা পাড়া! বিয়েবাড়িতেও বোমাবাজি

বিয়েবাড়িতে মাইক বাজানো নিয়ে আপত্তি। সেই নিয়ে বিবাদ গড়াল বোমাবাজিতে। পুশিলের টহল দেওয়ার সময়ও ফাটল বোমা। রাত থেকে দিন, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ড। উদ্ধার হল তাজা বোমাও। প্রথমে ৫ জনকে আটক করা হলেও পরে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার রাতে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে এক সেনাকর্মীর আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। তারস্বরে বাজছিল মাইক। স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে ১২টা নাগাদ মাইক বাজানো নিয়ে আপত্তি তোলেন স্থানীয় কয়েকজন। তা নিয়েই সংঘর্ষ বাধে দু’পক্ষের মধ্যে। পরে রবিবার বেলার দিকে পুলিশ ও RAF যখন এলাকায় টহল দিচ্ছে তখনই হঠাৎ কান ফাটানো শব্দে কেঁপে ওঠে গোটা পাড়া! ২ বাড়ির মাঝখান থেকে উদ্ধার হয় কৌটো বোমা। বোমা-বারুদের দাপট ভাটপাড়ায়। কেন অবাধ দুষ্কৃতীরাজ? কী ভূমিকা পুলিশের? উঠছে প্রশ্ন

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola