Jyotipriya Mallick:কাল জ্যোতিপ্রিয়-কন্যার পর আজ সিজিও কমপ্লেক্সে নথি নিয়ে হাজির মন্ত্রীর দাদা দেবপ্রিয় মল্লিক।ABP Ananda LIVE
রেশন দুর্নীতিকাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক, ভর্তি হাসপাতালে। কাল জ্যোতিপ্রিয়-কন্যার পর আজ সিজিও কমপ্লেক্সে নথি নিয়ে হাজির মন্ত্রীর দাদা দেবপ্রিয় মল্লিক। গতকাল সিজিও কমপ্লেক্সে যান জ্য়োতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী। সূত্রের দাবি, তদন্তকারী অফিসার না আসায় কিছুক্ষণ পরে বেরিয়ে যান তিনি