Sandeshkhali Incident:'তথ্য লুকোতেই ৫ জানুয়ারি ইডি তল্লাশিতে গেলে দরজা খোলেননি শেখ শাহজাহান', চার্জশিটে দাবি সিবিআইয়ের।ABP Ananda LIVE

Continues below advertisement

'বাড়িতে অস্ত্র ছিল, সেই তথ্য লুকোতেই গত ৫ জানুয়ারি ইডি তল্লাশিতে গেলে দরজা খোলেননি শেখ শাহজাহান', সন্দেশখালিতে ইডি ও সিআরপিএফের ওপর হামলার ঘটনায় আদালতে জমা দেওয়া চার্জশিটে দাবি সিবিআইয়ের। শাগরেদ ফারুখ আকুঞ্জির বিরুদ্ধে অভিযুক্ত শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার অভিযোগ এনেছে সিবিআই। চার্জশিটে ফারুখ আকুঞ্জির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২১২ ধারায় অভিযোগ আনা হয়েছে । শেখ শাহজাহান, শেখ আলমগির, শেখ সিরাজউদ্দিনদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি অফিসারদের মারধর-সহ একাধিক ধারা দিয়েছে সিবিআই। ৩৮ পাতার চার্জশিটে নাম রয়েছে মোট সাত অভিযুক্তের। প্রসঙ্গত, দিনদশেক আগেই  শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠদের আরও সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। জমি, ভেড়ি-সহ ১৪ কোটি ২৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। শেখ শাহজাহান, তাঁর ভাই আলমগিরের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত। শিবু হাজরা-সহ আরও কয়েকজন শাহজাহান ঘনিষ্ঠের সম্পত্তি বাজেয়াপ্ত। বাজেয়াপ্ত ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ৩ কোটি ৭৮ লক্ষ টাকা। সাড়ে ১০ কোটি মূল্যের ৫৫টি স্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করে ইডি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram