Covid Campaign: করোনা বিধিভঙ্গে আটক, সংক্রমণ রুখতে বিরাটিতে কড়া অভিযান পুলিশের। Bangla News
করোনা সংক্রমণ রুখতে শুরু হয়েছে ধরপাকড়। এদিন বিরাটি মোড়, শরৎ কলোনি এলাকায় অভিযান চালায় এয়ারপোর্ট থানার পুলিশ। বাস থামিয়ে উঠে পড়ে চলে মাস্ক বিলি। করোনা বিধিভঙ্গের অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়। বাগুইআটির কাছে নারায়ণপুরেও চলে পুলিশের অভিযান।
Tags :
ABP Ananda Campaign Mask COVID ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Sanitizer Birati Covid Restriction Micing