North 24 Paragana: সরকারি জমিতে কার আমলে পার্টি অফিস হয়েছে ? বারাসাতে দায় ঠেলাঠেলি তৃণমূলে
মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে দখল উচ্ছেদ, অথচ বারাসাতে (Barasat) সরকারি জমিতেই তৃণমূলের অফিস। প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর চলছে সরকারি জমিতে চলছে তৃণমূলের পার্টি অফিস। তৃণমূলের পার্টি অফিস ভাঙা দূরাস্ত, উল্টে দোতলা হচ্ছে শাসক দলের কার্যালয়। বারাসাতের ২৩ নম্বর ওয়ার্ডে বহাল তবিয়তে চলছে শাসকদলের অফিস। সরকারি জমিতে পার্টি অফিস থাকা সত্ত্বেও কেন ভাঙা হচ্ছে না, প্রশ্ন বিরোধীদের। যদিও কার আমলে পার্টি অফিস তৈরি হয়েছে, তা নিয়েই তৃণমূলে দায় ঠেলাঠেলি।
জবরদখলকারীদের বিরুদ্ধে মুখ্য়মন্ত্রীর কড়াবার্তার পর রাজ্য় জুড়ে চলছে উচ্ছ্বেদ অভিযান। ফুটপাতের দোকান থেকে সরকারি জমি, জবরদখল মুক্ত করতে চলছে বুলডোজারও। কিন্তু, এর ঠিক উল্টো ছবি ধরা পড়ল উত্তর ২৪ পরগনায়। একদিকে বারাসাতে এখনও সরকারি জমিতেই থেকে গেছে তৃণমূলের পার্টি অফিস। একতলার উপর তৈরি হচ্ছে দ্বিতীয় তল।