North 24 Parganas: পানিহাটির মহোত্সবঘাটে মৃত্যু হয় তিন পুণ্যার্থীর, ঘটনায় দায় কার? উঠছে প্রশ্ন
প্রচণ্ড গরম ও ভিড়ের চাপে, গতকাল পানিহাটির মহোত্সবঘাটে মৃত্যু হয় তিন পুণ্যার্থীর। কিন্তু ঘটনায় দায় কার? কাদের অব্যবস্থায় এই পরিণতি? উঠছে প্রশ্ন। এদিকে, গতকালের ঘটনার জেরে, আজ থমথমে মন্দির চত্বর। এলাকায় রয়েছে কড়া পুলিশি প্রহরা।
Tags :
ABP Ananda North 24 Parganas ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Panihati এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Mela Chaos