Panchayat Poll 2023: স্ট্রং রুমের ভিতর খোদ তৃণমূল বিধায়ক! বিক্ষোভ বিরোধীদের
স্ট্রং রুমের ভিতর খোদ তৃণমূল বিধায়ক! নির্মল মাজির বিরুদ্ধে অভিযোগ উঠল হাওড়ার উলুবেড়িয়ার খলিসানিতে। ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি স্কুলে স্ট্রংরুম তৈরি করা হয়েছে। উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বিভিন্ন বুথের ব্য়ালট বক্স এনে রাখা হয়েছে এখানেই। বিরোধীদের অভিযোগ, সেখানেই দলের কর্মীদের নিয়ে ঢোকেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি। এরপরই রাতে, স্ট্রং রুমের সামনে ক্ষোভে ফেটে পড়ে বাম-বিজেপি-কংগ্রেস-আইসএফ-এর কর্মী-সমর্থকরা। শুরু হয় বিক্ষোভ, সিসিটিভি ফুটেজ দেখানোর দাবি ওঠে। পরিস্থিতি সামাল দিতে, ব্য়াপক লাঠিচার্জ করে পুলিশ, কাঁদানে গ্য়াস ছোড়া হয় তৃণমূল বিধায়কের দাবি, পুরোটাই গুজব।
Tags :
Elections Bangla News Bangla News Live ABP Ananda LIVE Howrah ABP Ananda Digital ABP Ananda Panchayat Election 2023 ABP Ananda Bengali News TMC MLA - Bengali News