Panihati Bombing: পুরভোটের আগে ফের উত্তপ্ত পানিহাটি, ধানকল মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বোমাবাজি | Bangla News

Continues below advertisement

পুরভোটের আগে ফের উত্তপ্ত পানিহাটি (Panihati)। গতকাল রাতে ধানকল মোড়ে তৃণমূল (TMC) পার্টি অফিসের সামনে বোমাবাজি। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। এর আগে বিজেপি কর্মীর দোকান ভাঙচুরকে কেন্দ্র করে গতকাল রাতে রণক্ষেত্রের চেহারা নেয় পানিহাটির বিবিবাগান এলাকা। বিজেপি যুব মোর্চার কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার সম্পাদক জয় সাহা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভাঙচুর করা হয় বিজেপি যুব নেতার গাড়ি। যুব নেতার কয়েকজন সঙ্গীকে মারধরও করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার রেশ কাটার আগেই এবার তৃণমূল পার্টি অফিসের সামনে বোমাবাজি। দুটি ঘটনার যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram