Sandeshkhali Violence: সন্দেশখালিতে HS পরীক্ষার্থীকে আটক, পুলিশের গাড়ির সামনে শুয়ে মায়ের কাতর আর্জি..
নতুন করে আগুন জ্বলল সন্দেশখালিতে (Sandeshkhali Violence)। সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় বিক্ষোভ গ্রামবাসীদেরধৃতদের নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পুলিশ। পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ গ্রামবাসীদের। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আটকের অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের। বিক্ষোভে উত্তাল বেড়মজুর ও ঝুপখালি। পুলিশের গাড়ির সামনে শুয়ে মায়ের কাতর আর্জি, আমার সন্তান কিছু করেনিগো।
Tags :
North 24 Parganas Sandeshkhali News Sandeshkhali Chaos Sheikh Shahjahan Sandeshkhali Violence Bermajur Violence Sandeshkhali HS Student Detained