Sandeshkhali Violence: এখনও অধরা শেখ শাহজাহান, কোথায় দাঁড়িয়ে সন্দেশখালির পরিস্থিতি ?
Continues below advertisement
৩৮ দিন পেরোতে চলল, এখনও অধরা শেখ শাহজাহান। ফুটছে সন্দেশখালি। এই পরিস্থিতিতে সন্দেশখালি গেলেন রাজ্য়পাল। ঘটনাস্থলে গিয়ে মহিলাদের কথা শুনল রাজ্য় মহিলা কমিশনও। অন্য়দিকে, এদিনই সন্দেশখালিতে ১২ ঘণ্টার বনধ পালন করল সিপিএম। রাজভবনের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। এদিকে, কলকাতাতেই আটকে দেওয়া হল শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের বাস।
Continues below advertisement
Tags :
Suvendu Adhikari North 24 Parganas Governor CV Ananda Bose Sandeshkhali Violence Sandeshkhali Over All Update