Suvendu On Sandeshkhali: 'সব মুসলিমদের শোষণ করেছে..', সন্দেশখালিতে গিয়ে বিস্ফোরক শুভেন্দু
হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের, ৯দিনের মাথায় অবশেষে সন্দেশখালিতে শুভেন্দু (Suvendu Adhikari In Sandeshkhali)। প্রথমে ধামাখালিতেই পুলিশের বাধা, হাইকোর্টের নির্দেশে সরল ব্যারিকেড। শুভেন্দু যেতেই ক্ষোভে, কান্নায় ভেঙে পড়লেন সন্দেশখালির বাসিন্দারা। কাযর্ত ১২ দিন ধরে 'অবরুদ্ধ', বিরোধী দলনেতার কাছে অভিযোগের পাহাড়। সোমবার আবার আসব, বিচারের জন্য লড়াইয়ের হুঙ্কার শুভেন্দু অধিকারীর । এদিন তিনি মুসলিমভাইদের হাতে হাত রেখে নাম না করেই তোপ দাগলেন শাসকদলকে। বললেন,'সব মুসলিমদের গরীব করেছে, আর চার-পাঁচটা লোক বড় লোক হয়ে গিয়েছে, শোষণ করেছে..'।
Tags :
Suvendu Attacks TMC Sandeshkhali Violence Suvendu Adhikari Meets Muslims Suvendu In Sandeshkhali