Sandeshkhali Violence: বসিরহাটের SP অফিস অভিযানের ডাক বাম-বিজেপির, ১৪৪ ধারা জারি জেলা প্রশাসনের
সন্দেশখালিতে এখনও ক্ষোভের আগুন। আজ বসিরহাটের SP অফিস অভিযানের ডাক দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারির প্রতিবাদে সিপিএমেরও SP অফিস অভিযানের কর্মসূচি রয়েছে। অশান্তি এড়াতে বসিরহাটের সংগ্রামপুরে SP অফিস সংলগ্ন ৫০০ মিটার এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করল জেলা প্রশাসন। প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছে।
Tags :
Sandeshkhali Violence 144 Act Active Around Basirhat SP Office BJP Protest On Sandeshkhali Violence CPIM Protest Rally In Basirhat